ক্রীড়া প্রতিবেদক ►
গাইবান্ধা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট আজ সোমবার বিকেলে স্থানীয় শাহ্ আব্দুল হামিদ স্টেডিয়ামে চুড়ান্ত খেলা পলাশবাড়ী সরকারি ডিগ্রি কলেজ ও কঞ্চিপাড়া ডিগ্রি কলেজ দলের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। চুড়ান্ত খেলায় কঞ্চিপাড়া ডিগ্রি কলেজ দলকে ১-০ গোলে পরাজিত করে পলাশবাড়ী সরকারি ডিগ্রি কলেজ চ্যাম্পিয়ন হয়েছে।
খেলা পরিচালনা করেন দেবাশীষ চক্রবর্ত্তী, হাসান প্রধান, মোনতাসির মামুন লিমন ও আইভি আক্তার। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুশান্ত কুমার মাহাতো।
বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অবস্ ইব্রাহিম হোসেন,জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম মারুফ মনা, পলাশবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, জেলা ক্রীড়া অফিসার মোঃ আলমগীর হোসেন সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবর রহমান। অনুষ্ঠান সঞ্চালন করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য মাসুদুল হক মাসুদ।